Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ। সকল চাকরির পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ( ৪র্থ পর্ব )

বাগধারা ৪র্থ পর্ব 

গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ। সকল চাকরির পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ( ৪র্থ পর্ব )





৭৯। বকধার্মিক ( ভণ্ডধার্মিক ) — এ জগতে বকধার্মিকের সংখ্যা নেহায়েৎ কম নয় । 


৮০। বিসমিল্লায় গলদ ( গােড়ায় গলদ ) — অঙ্ক তােমার মিলবে কেমন করে , বিসমিল্লায় যে গলদ করে বসে আছ । 


৮১। বানরের গলায় মুক্তহার ( অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান ) — আশার মতাে ডানাকাটা পরীর নাকি বিয়ে হলাে ছাপােষা আবুলের সঙ্গে — এ যেন বানরের গলায় মুক্তহার । 


৮২। ভরাডুবি ( সর্বনাশ ) — মামলার পর মামলায় হেরে গিয়ে অবশেষে তার ভরাডুবি হলাে । 


৮৩। ভিজা বিড়াল ( কপটাচারী ) – সে একজন ভিজা বিড়াল , বাইরে শান্ত ভিতরে কূট । 


৮৪। ভূতের বেগার ( বৃথা পরিশ্রম ) - সারা জীবন ভূতের বেগার খাটলাম , এখন দেখছি সবই বৃথা । 


৮৫। ভুযণ্ডীর কাক ( অলস ব্যক্তি ) — দুনিয়া বৃথা এ কথা প্রমাণের চেষ্টা নিষ্কর্মা ভুষণ্ডীর কাকের কথা মনে করিয়ে দেয় । 


৮৬। যক্ষের ধন ( অতিশয় কৃপণের ধন ) —– তুমি তাে টাকাকড়ি যক্ষের ধনের মতাে আগলিয়ে বসে আছ , তাতে কি লাভ ? 


৮৭। যত গর্জে তত বর্ষে না ( আড়ম্বরের তুলনায় কাজ কম ) – বড় সাহেব কেরানীদের খুব শাসান , কিন্তু কারাে কোনাে ক্ষতি করেন না , দেখে মনে হয় যত গর্জে তত বর্ষে না । 


৮৮। রাশভারি ( গুরুগম্ভীর ) – আমাদের অফিসের ম্যানেজার সাহেব এমন রাশভারি লােক যে , তার সামনে গিয়ে কথা বলতে ভয় হয় । 


৮৯। রগচটা ( যে একটুতেই রাগে ) – মহসীন খুব রগচটা , ওকে দায়িত্বপূর্ণ পদে গ্রহণ করা উচিত নয় । 


৯০। রাঘব বােয়াল ( অন্যের ধন আত্মসাৎকারী প্রভাবশালী লােক ) —সরকারি চাকুরেদের রাঘব বােয়ালরাই শহরে হাল ফ্যাশনের বাড়িঘর ফাঁদিয়াছেন । 


৯১। রুই - কাতলা ( নেতৃস্থানীয় ব্যক্তি ) — আরে ভাই , সে দিনকাল কি আর আছে ? বর্তমান সরকারের শাসনে দুর্নীতিপরায়ণ অনেক রুই - কাতলা ধরা পড়েছে । 


৯২। রাজযােটক ( সুন্দর মিল ) – যেমন ঠক চাচা , তেমনি টক চাচী , রাজযােটক হয়েছে , ভাই । 


৯৩। রতনে রতন চেনে ( অসৎ বা মন্দলােক সহজেই অন্য অসৎ বা মন্দ লােককে চিনতে পারে ) – জুয়াচোররা জুয়াচোরদেরই বন্ধু হবে , রতনে রতন চেনে যে । 


৯৪। লেফাফা দুরস্ত ( বাইরের ঠাঁট ) – লােকটি যতই লেফাফা দুরস্ত হােক , আসলে সে কিন্তু গরিব । 


৯৫। শাক দিয়ে মাছ ঢাকা ( বড় কলঙ্ক সহজে ঢাকার চেষ্টা ) – এই তাে তােমার ঘুষের টাকার গাড়ি - বাড়ি , কিন্তু বলে বেড়াচ্ছ শ্বশুরের দান , শাক দিয়ে মাছ ঢেকে ফল কি ? 


৯৬। শাঁখের করাত ( উভয় সংকট ) – কি যে করব ভেবে পাই না , বড় সাহেবের কাছে হ্যাঁ বললেও বিপদ , না বললেও বিপদ , যেন শাঁখের করাতের অবস্থায় পড়েছি । 


৯৭। শনির দৃষ্টি ( কুদৃষ্টি ) – নববর্ষে শনির দৃষ্টি লেগেছে , একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে । 


৯৮। সাত পাঁচ ( বিবিধ ) —সাত পাঁচ ভেবেও কূল কিনারা হলাে না তােমার । 


৯৯। সাক্ষীগােপাল ( কর্তৃত্বহীন দর্শকমাত্র ) - আমার পুত্রই এখন সংসার পরিচালনা করে , আমি শুধু সাক্ষীগােপাল । 


১০০। সুখের পায়রা ( বিলাসী ) —আমি একাই খেটে মরি , আর সব তাে সুখের পায়রা । 


১০১। সাত পাঁচ ভাবা ( নানারকম চিন্তা ) - তাকে কথা শােনাতে গিয়েছিলাম , কিন্তু সাত পাঁচ ভেবে না বলেই চলে এলাম । 


১০২। সাপের পাঁচ পা দেখা ( অহঙ্কারী হওয়া ) – চাকরিতে প্রমােশন পেয়ে মনির খান সাপের পাঁচ পা দেখছেন । 


১০৩। সবুরে মেওয়া ফলা ( অপেক্ষা করলে শেষ পর্যন্ত অভীষ্ট ফল লাভ হওয়া ) তাড়াহুড়াে কোরাে না , একটু দেরি করলে তােমার লাভই হবে — সবুরে মেওয়া ফলে । 


১০৪। সাতকাহন ( প্রচুর পরিমাণ ) — সে নিজের দুঃখের কথা সাতকাহন করে শােনাতে লাগল । 


১০৫। হাতের পাঁচ ( শেষ সম্বল ) – হাতের পাঁচ ঐ একশত বিশ টাকা ছিল তাও চোরাবাজারে কাপড় আনতে শেষ হলাে । 


১০৬। হাতির পাঁচ পা দেখা ( দুঃসাহসী হওয়া ) — আমার ছেলে তুমি , আমাকে মান না , হাতীর পাঁচ পা দেখেছাে । 


১০৭। হাতে কলমে ( যথার্থ কাজ করে ) — হাতে কলমে শিক্ষাই তাে প্রকৃত শিক্ষা ।


Post a Comment

0 Comments