Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

SEO বা Search Engine Optimization কী? seo কিভাবে কাজ করে?

 Seo বা Search Engine Optimization কী?

.

SEO বা Search Engine Optimization কী? seo কিভাবে কাজ করে?

.

Seo বা Search Engine Optimization হলো এমন একটি কাজ, 

যার মাধ্যমে আপনার website বা youtube channel যাই হোক না কেন সেটিকে Google search result - এ Rank করানো সম্ভব। ( seo কি ) 


Google এর প্রথম page-এ কোন সাইটকে আনতে হলে অবশ্যই সেটির seo করতে হবে। 


তো আমরা এ পর্যন্ত পড়ে এটুকু বুঝতে পারলাম যে seo কী? 


তো এবার stap by stap seo সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সেজন্য post-টি একটু বড় হতে পারে। 

তো আশা করব আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন এটা আমার বিশ্বাস। ( seo কিভাবে শিখবো )


Seo করলে কী হয়?


আমরা আগেই জেনেছি seo অর্থ কী? search engine আসলে কী জিনিস তা জানার জন্য  নিচের ছবিটি লক্ষ করুনঃ-


SEO বা Search Engine Optimization কী? seo কিভাবে কাজ করে?


.

আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি তীর মার্ক দিয়ে চিহ্নিত করা website গুলোর নাম এবং উপরে দেখুন search box-এ buy camara online এটা লিখে search করা হয়েছে, যার অর্থ অনলাইন থেকে ক্যামেরা কিনুন। ( seo কিভাবে কাজ করে ) 


 যখন Google -এ এটা লিখে search করা হলো, তখন দেখতেই পাচ্ছেন  startech.com.bd, flipkart.com, Amazon.com এর মতো আরো জনপ্রিয় site গুলো এখানে পর পর Show  করছে। ( search engine optimization কি ) 


তো এখানে দেখুন সবার প্রথমে রয়েছে  

startech.com.bd তার পরেই রয়েছে 

flipkart.com এরপর আছে amazon.com 

তার নিচে আছে bagdoom.com, daraz.com 


তো এখানে startech.com.bd, bagdoom.com ও daraz.com এ তিনটি আমাদের বাংলাদেশী site. 

এখানে একটা বিষয় যে online থেকে কোনো কিছু কিনতে চাইলে সবার প্রথমে যে site টির কথা মাথায় আসে সেটি হলো amazon.com


 কিন্তু এখানে amazon.com এসেছে search list এর ৩ নাম্বারে। 

প্রথমে আছে startech.com.bd তাছাড়া অনলাইন মার্কেটিং এর অনান্য যে জনপ্রিয় website গুলো যেমন Alibaba.com, Alixpress.com, Ebay.com এই সাইট গুলোই বা search result -এর প্রথম পেজে নেই কেন? ( search engine কি ) 


কারন একটাই, আর সেটি হলো, যে সব website গুলো প্রথম পেজে রয়েছে সেই website গুলোতে ভালো করে seo এর কাজ করা রয়েছে। 

যার জন্য seo করে এসব website গুলো এক এক করে সিরিয়ালি প্রথম পেজে show করছে এবং 

Alibaba.com, Alixpress.com, Ebay.com এই সাইটগুলো প্রথম পেজে show করছে না।

.

এখন সবার মনে একটাই প্রশ্ন আসতে পারে যে, website গুলো search  করার পরে প্রথমে আসলে কী হয়। 

এতে website এর মালিকের কী লাভ। হ্যাঁ এখানে মালিকের লাভ রয়েছে। আর লাভ আছে এজন্যই তারা website -এ seo এর কাজ করে থাকেন।


উদাহরণ স্বরূপ - 

ধরুন আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছেন। হঠাৎ দেখলেন যে আপনার মোবাইলের Balance শেষ। 

তার জন্য আপনাকে মোবাইল রিচার্জ করতে হবে। এর জন্য অবশ্যই একটি ফ্লাক্সিলোডের দোকান খুজবেন। 

তো এক্ষেত্রে আপনি যে ফ্লাক্সিলোডের দোকানটি সবচেয়ে কাছে পাবেন, নিশ্চয়ই সেখান থেকেই রিচার্জ করবেন। 


এক্ষেত্রে যে দোকানটি প্রথম দিকে থাকবে সে দোকান গুলো অন্য দোকানগুলোর চেয়ে কাস্টমার বেশি পেয়ে গেল। 

এ কারনে আপনার মতো হেঁটে যাওয়া অনেক মানুষ সেই দোকানে গিয়ে ফ্লাক্সিলোড করবে।

.

এবার প্রাকটিকেলে ফিরে আসি,

এখানে Google এ search করা হয়েছে buy camara online.

যেহেতু অনলাইন থেকে আপনি camara কিনবেন সেক্ষেত্রে এখানে প্রথম পেজে যে সাইটগুলো এসেছে এগুলো বাদ দিয়ে নিশ্চয়ই অন্য পেজে ( 2, 3, 4, 5,........) যাবেন না। 

নিশ্চয়ই প্রথম পেজে থাকা সাইটগুলো থেকে ঘুরে দেখবেন এবং পছন্দ হলে কিনেও ফেলতে পারেন। 

এভাবে website এ দুই দিক থেক লাভ হয়ে থাকে, আর সেটি হলো একদিকে যেমন পন্য বিক্রি করে আয় হচ্ছে, 

অন্য দিকে অনেক বেশি visitors আসাতে google adsense থেকেও ভালো পরিমান ইনকাম করতে পারবেন। 


এদিক থেকে বলা যায়, এক ঢিলে দুই পাখি, এটি-ই seo করার সুবিধা।


seo বা search engine optimization এর কাজ করার জন্য যা যা শিখতে হয় :


Website বা youtube channel ভালোভাবে seo করতে হলে নিচের কাজগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। 

  • 1. Keyword Research 

  • 2. Keyword Analysis 

  • 3. Content Optimization 

  • 4. On page & Off page SEO

  • 5. Link Building 

  • 6. Backlink

  • 7. Seo Tracking

  • 8. Keyword Difficulty 

  • 9. Keyword Objectives 

  • 10. Modifier & Extenders 

  • 11. Mix & Merge

  • 12. Google Traffic 

  • 13. Google Adwords

  • 14. Being Keywords    etc.
.

একটি website কে পুরাপুরি seo করে প্রথম পেজে আনার জন্য ৪-৫ মাস সময় লেগে যেতে পারে। 

seo যেহেতু website বা youtube channel যাই হোক না কেন সেটিকে search result এ rank করার পিছনে বিশষ গুরুত্ব রয়েছে তাই freelancing marketplace গুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছ। 

তাই আপনি যদি seo expart হতে পারেন সেক্ষেত্রে আপনার কাজের অভাব হবেনা। 

seo করে আপনি বায়ারদের কাছ থেকে monthly বা hourly পেমেন্ট হিসাবে নিতে পারে।  

তো আশা করছি seo সম্পর্কে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আজকে এ পর্যন্ত, আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য সকলকে ধন্যবাদ।



Post a Comment

0 Comments