Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

CHOR SONG LYRICS | চোর - ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে লিরিক্স | Nachiketa Chakraborty


Chor Song Lyrics In Bengali by Nachiketa Chakraborty :


CHOR SONG LYRICS | চোর - ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে লিরিক্স |  Nachiketa Chakraborty


ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে,

চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ।

ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে,

গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।

এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস

অথবা গৃহিণীদের সোনার নেকলেস,

এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস

অথবা গৃহিণীদের সোনার নেকলেস,

সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে

চিৎকার করে বলে

চোর, চোর, চোর, চোর, চোর (x2)


প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা,

আমাদের স্বপ্ন, আমাদের চেতনা (x2)

কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধ-বোধ,

ন্যায় নীতি ত্যাগ করে, মানুষ আপোস করে,

চুরি গেছে আমাদের সব প্রতিরোধ।


এর পর কোনো রাতে, চাকরটা অজ্ঞাতে,

সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে (x2)

সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে

চিত্কার করে বলে

চোর, চোর, চোর, চোর, চোর।


ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে,

চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ।

ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে,

গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।

এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস

অথবা গৃহিণীদের সোনার নেকলেস,

এরপর চুরি গেলে বাবুদের ব্রীফ-কেস

অথবা গৃহিণীদের সোনার নেকলেস,

সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে

চিৎকার করে বলে

চোর, চোর, চোর, চোর, চোর।


প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা,

প্রতিদিন চুরি যায় আমাদের ভালবাসা (x2)

জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা,

সংঘাত প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা,

তবু চুরি যায় প্রতিবাদের ভাষা।


কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে,

কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে (x2)

সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে

চিত্কার করে বলে

চোর, চোর, চোর, চোর, চোর।


ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে,

চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ .
.

Chor Song Lyrics In Bengali More Information:


Singer : Nachiketa Chakraborty

Song Name: Chor Chor (চোর)

Lyrics : Nachiketa Chakraborty

চোর - ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে বাংলা লিরিক্স - নচিকেতা চক্রবর্তী :


Bhir kore emarot akashta dheke diye

Churi kore niye jai bikeler sona rode.

Choto choto sishuder soishob churi kore,

Grontho kiter dool banay nirbode.

Er por churi gele babuder bripkesh

Otoba grihinider shonar neklesh,

Er por churi gele babuder bripkesh

Otoba grihinider shonar neklesh

Sokole somoswore, akrash grina vora

chitkar kore bole

Chor, Chor, Chor..


Protidin churi jay mullobodher sona,

Amader swapna, amader chetona

Protidin churi jay mullobodher sona,

Amader swapna, amader chetona

Kichuta mullo pey vabi bujhi sodh-bodh,

Ney niti churi kore, manush aposh kore,

Churi geche amader sobh protirode.

Er por kono raate, chakorta ongete,

Samanno taka niye dhora pore haate naate

Er por kono raate, chakorta ongete,

Samanno taka niye dhora pore haate naate

Sokole somoswore, akrash grina vora

chitkar kore bole

Chor, Chor, Chor..


Bhir kore emarot akashta dheke diye

Churi kore niye jai bikeler sona rode.

Choto choto sishuder soishob churi kore,

Grontho kiter dool banay nirbode.

Er por churi gele babuder bripkesh

Otoba grihinider shonar neklesh,

Er por churi gele babuder bripkesh

Otoba grihinider shonar neklesh

Sokole somoswore, akrash grina vora

chitkar kore bole

Chor, Chor, Chor..


Protidin churi jay din bodoler asha,

Protidin churi jay amder valobasha

Protidin churi jay din bodoler asha,

Protidin churi jay amder valobasha

Jiboni shokti churi giye ashe nirasha,

Songhat protighat dewalw dewale anka,

Tobu churi jay protibader vasha.

Kokhono bajare gele dokane kishor chele,

kanpa kanpa haate ojone kom dile

Kokhono bajare gele dokane kishor chele,

kanpa kanpa haate ojone kom dile

Sokole somoswore, akrash grina vora

chitkar kore bole

Chor, Chor, Chor..

Tags:  Nachiketa Chakraborty, Chor, Chor lyrics,

Post a Comment

0 Comments