Khelbo Holi Tomar Sathe Lyrics ( খেলবো হোলি তোমার সাথে ) Dol Utsav Song | Kumar Sanu

Khelbo Holi Tomar Sathe ( খেলবো হোলি তোমার সাথে ) Lyrics Dol Utsav Song



Khelbo Holi Tomar Sathe Lyrics ( খেলবো হোলি তোমার সাথে ) Dol Utsav Song | Kumar Sanu


Khelbo Holi Tomar Sathe ( খেলবো হোলি তোমার সাথে ) Lyrics Dol Utsav Song Information :

Song : Khelbo Holi Tomar Sathe

Movie :  Criminal

Singer : Kumar Sanu and Sushma Shrestha Poornima

Music : Anupam Dutta

Lyricist : Goutam Sushmit

Directed by : Shankar Ray

Produced by : Debendra Kuchar

Music Label : Eskay Movies


Kumar Sanu and Sushma Shrestha Poornima sing the Khelbo Holi Tomar Sathe Dol Utsav song. Anupam Dutta composed the music. Starring Swastika Mukherjee, Rachana Banerjee, and Prosenjit Chatterjee. Bengali Music Khelbo Holi Tomar Sathe with Special Holi Lyrics by Goutam Sushmit.


Khelbo Holi Tomar Sathe ( খেলবো হোলি তোমার সাথে ) Song Lyrics In Bengali :

খেলবো হোলি তোমার সাথে এলো হোলির দিন

খেলবো হোলি তোমার সাথে এলো হোলির দিন

আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন,

এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন

ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। 

আগুন নিয়ে খেলা করাই যে মানুষের কাজ

মানায় না তো তাকে যে আর এই প্রেমেরই সাজ,

ও দুঃখ ভুলে এসো নাচি তাক ধিনা ধিন ধিন

খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন,

হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন 

আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন,

এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন

ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। 

আরে কোন ভরসায় বাসবো ভালো বলো না এখন

আমার মরণ আছে ছায়ার মত এই তো জীবন। 

আরে কোন ভরসায় বাসবো ভালো বলো না এখন

আমার মরণ আছে ছায়ার মত এই তো জীবন,

ও সব ভুলে রঙের খেলায় অঙ্গ ভিজিয়ে

এসেছি তোমার কাছে ..

এত আশা ভালবাসা আমায় দিওনা

জেনে শুনে কাঁটার মুকুট মাথায় পরো না। 

ও দুঃখ ভুলে এসো নাচি তাক ধিনা ধিন ধিন

খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন,

হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন 

আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন,

এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন

ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। 

আবীরেতে দাও রাঙিয়ে সোহাগী করে

আরে চাইনা আমি ফুলের জীবন মরুক জ্বলে পুড়ে। 

হো আবীরেতে দাও রাঙিয়ে সোহাগী করে

ও চাইনা আমি ফুলের জীবন মরুক জ্বলে পুড়ে,

এলাম আমি মনের রঙে তোমায় রাঙাতে

এসোনা ধরা দিতে ..

দূরে দূরে থাকাই ভালো নইলে তোমার মন

সর্বনাশের নেশায় পাগল হবে যে এখন,

দুঃখ ভুলে এসো নাচি তাক ধিনা ধিন ধিন

খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন,

হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন 

আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন,

এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন

ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। 

আগুন নিয়ে খেলা করাই যে মানুষের কাজ

মানায় না তো তাকে যে আর এই প্রেমেরই সাজ।


Khelbo Holi Tomar Sathe ( খেলবো হোলি তোমার সাথে ) Song Lyrics In Bengali :

Kehlbo holi tomar sathe elo holir din

Akash batas abir mekhe hoyeche rangeen

Esho krishno radhar moto kheli aajke saradin

Aagun niye khela korai je manusher kaaj

Manay na toh taake je aar ei premeri saaj

O dukkho bhule esho nachi taak dhinadhin dhin

Khushir ronge boron kori bosonter ei din

Abirete dao rangiye sohagi kore

Aare chaina ami fuler jibon moruk jwole pure

Elam ami moner ronge tomay rangate

Eshona dhora dite

Dure dure thakai valo noile tomar mon

Sorbonasher neshay pagol hobe je ekhon


Khelbo Holi Tomar Sathe Song Video :

Reactions

Post a Comment

0 Comments