অলিরো কথা শুনে বকুল হাসে গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা গান অলির কথা শুনে বকুল হাসি গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার । কভার ভার্সন গানটি গেয়েছেন লিমন মিমি, তাসনিম আনিকা, তারেক তুর্জো, হাসান এস ইকবাল, পরশা মাহজাবীন পূর্ণি, সাগ্নিক সেন এবং অনেক শিল্পী তাদের নিজেদের মতো করে।
Oliro Kotha Shune Bokul Hashe ( অলিরও কথা শুনে বকুল হাসে ) Song Lyrics In Bengali :
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত
তুমি আমার কাছে কভু আসো না তো।।
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে,
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত
তুমি আমায় তবুও ভালবাসো না তো।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো।।
Oliro Kotha Shune Bokul Hashe ( অলিরও কথা শুনে বকুল হাসে ) Song Lyrics In Bengali :
Oliro kotha shune bokul hashe
Koi tahar moto
Tumi amar kotha shune haso na toh
Dhorar o dhulite je fagun ashe
Koi tahar moto
Tumi amar kache kobhu asho na toh
Akash paare oi onek dure
Jmeon kore megh jaay go ure
Jemon kore se haway vashe
Koi tahar moto
Tumi amar shopne kobhu vasho na toh
Aliro Kotha Shune Bakul Hase
Chander aaloy raat jaay je bhore
Tahar moto tumi koro na keno
O go dhonno morey
Jemon kore nire ekti pakhi
Sathire kache taar ney go daaki
Jemon kore se bhalobashe
Koi tahar moto
Tumi amay tobuo valobasho na toh
Olir Katha Shune Bakul Hase
Related Search:
অলিরও কথা শুনে বকুল হাসে লিরিক্স,
অলিরও কথা শুনে বকুল হাসে হেমন্ত মুখোপাধ্যায়ের গান,
অলির ও কথা শুনে বকুল হাসে mp3 download,
Oliro Kotha Shune Mp3 download ringtone,
oliro kotha shune female version mp3 download,
oliro kotha shune new female version ringtone download,
oliro kotha shune new version mp3 song download,
oliro kotha shune new version ringtone download,
oliro kotha shune mp3 download ringtone,
kichu kichu kotha (female) mp3 song download,
oliro kotha shune ringtone download pagalworld,
oliro kotha shune hemanta mukhopadhyay,
oliro kotha shune lyrics download,
Oliro Kotha Shune Bokul Hashe Lyrics More Information :
Oliro Kotha Shune Bokul Hashe Lyrics by Hemanta Mukherjee :
Hemanta Mukherjee is the singer of the song Oliro Kotha Shune Bokul Hashe. Gauriprasanna Mazumder composed the music to Olir Katha Shune Bakul Hase in Bengali. Limon Mimi, Tasnim Anika, Tareq Turjo, Hasan S. Iqbal, Parsha Mahjabeen Purnee, Sagnik Sen, and many other different artists all perform the cover version song in their own distinctive styles.
0 Comments