Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

ছেলেদের ফর্সা হওয়ার উপায় । how to get fair skin for male naturally

হ্যালো বন্ধুরা আজকের Post-টি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এর সাথে সব থেকে কার্যক গ্রুমিং হ্যাকসের কথা বলব। আপনার সব কমন প্রব্লেম 100% পেয়ে যাবেন এই post-টিতে। আর এই post-এর একদম শেষের দিকে বোনাস হিসাবে আপনার চোখের নিচের দাগ থাকলে সবথেকে আল্টিমেট সলিউশন দিতে চলেছি । এজন্য আপনি পুরো লেখাটা অবশ্যই পড়বেন। how to get white skin men )


ছেলেদের ফর্সা হওয়ার উপায় । how to get fair skin for male naturally


১। Black Heads Hack ( ব্ল্যাক হেডস হ্যাক ) : ব্ল্যাক হেডস সব থেকে কমন Problem যেটা সবার খুব সহজেই হয়ে যায়। আসলে আমাদের স্কিনের pores কে তেল আর নোংরা ব্লক করে দেয়। তো ব্ল্যাক হেডস স্কিনের ভেতরে জমতে থাকে এবং এটি সৃষ্টি হয়। তো এটাকে ফেস থেকে ক্লিন করার জন্য সবার প্রথমে পুরনো টুথব্রাশ নিন আর ওর উপরে ঘরে পড়ে থাকা বেকিং সোডার ব্যবহার করতে পারেন। এটাকে আপনার নাকের উপরের সার্কুলার মোশনে এপ্লাই করতে হবে। টুথব্রাশ এর যে ডাটি গুলো হয়না  ওগুলো ব্ল্যাকহেডস দূর করার জন্য এনাফ হয়। আর যেটা আপনার ব্ল্যাকহেডস কে দারুণভাবে রিমুভ করায় সাহায্য করে। সবথেকে বেস্ট রেজাল্টের জন্য এটাকে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন।home remedies for fair skin for men )

২। Pink Lips Hacks ( পিংক লিপস হ্যাক ) : অনেক কারণে ঠোঁট কালো হয়ে যায়। যেমন শরীরে জলের অভাবে, অতিরিক্ত ডাইরেক সূর্যের আলোয় থাকায়, স্মোকিং করার ফলে। এগুলোর প্রধান কারণ আপনার লিপ দিন দিন কালো হয়ে যায়। তো এটিকে 100% ঠিক করে pink করার জন্য আপনাকে একটি বাটিতে এক চামচ চিনি, এক চামচ লেবুর রস আর এক চামচ মধু মিক্স করুন একসাথে আর এটাকে সপ্তাহে দুইবার তিনবার আপনার লিপসে ব্যবহার করুন। চিনি কি করবে? চিনি আপনার লিফকে এক্সপ্লেট করায় সাহায্য করবে, লেবু ব্লিচিং এর কাজ করবে আর মধু আপনার লিফসকে মশ্চরাইজ করবে। আর এই উপায়টি সবথেকে বেস্ট হয় লিফসকে পিংক করার জন্য। home remedies for fair skin male )

যদি আপনার পছন্দের কোনো Movie দেখতে চান তবে এই সাইটের Manu Bar থেকে Movie-তে Click করলে এখানে আপনার পছন্দের অসংখ্য সিনেমা রয়েছে যেখান থেকে আপনার পছন্দের সিনেমাটি খুজে নিতে পারেন।

৩। প্যাসিভ ইয়ার্ড হ্যাক : সোজা কথা যদি আপনার প্যাসিভ ইয়ার্ড আসে তাহলে নোংরা প্যাসিভ ইয়ার্ড রাখা জায়গা এখানে সেখানে দাঁড়ি এরকম দাড়ি রাখার জায়গায় আপনি আপনার ফেসকে একদমই ক্লিন কর দিন। কেননা প্যাসিভ ইয়ার্ড কাউকে দেখতে ভালো লাগে না। কারণ এটি আপনার পুরো লুককে শেষ করে দিতে পারে। কিন্তু যদি আপনি ক্লিন শেভ করায় একটু দ্বিধাগ্রস্থ হচ্ছেন তাহলে আপনি ট্রিমারে এক নাম্বরে রেখে ওটিকে ট্রিম আর শর্ট করেনিন। অ্যটলিস্ট এটাকে আরো পারফেক্ট করার জন্য আপনি সেলুনে চলে যাবেন।how to get fair skin for male )

৪। Skin Lightning Oil ( স্কিন লাইটিং অয়েল ) : আমরা পুরুষেরা সময়ই পাইনা আমাদের ত্বকের খেয়াল রাখার জন্য, রূপচর্চার জন্য। সেখানে ঘরোয়া রেমিডি প্রতিদিন বানিয়ে কিছু ব্যবহার করা তো ভুলেই যান। আমাদের অধিক সময় বাড়ির বাইরেই কাটাতে হয়। এইসব বানিয়ে ব্যবহার করা আমাদের দ্বারা সম্ভব হয়না। যেটায় আমাদের স্ক্রীন রোদে পুড়ে পলিউশন এ স্ক্রিন তার জেল্লা হারিয়ে ফেলে। যদিও আপনার স্কিন ডাল হয়ে গিয়েছে আপনি চাইছেন স্কিন উজ্জল ব্রাইট বানাতে, স্কিনে ন্যাচেরাল গ্লো আনতে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন Muschstac এর Herbal Skin Lightening Serum এটাকে ব্যবহার করার জন্য সবার প্রথমে ফেসওয়াশ দিয়ে ফেস ক্লিন করার ৫ মিনিট পর এই শ্রীরাম কে আপনাকে এপ্লাই করতে হবে। এটা আপনার স্ক্রিনে দ্রুত এবর্জব হয়ে যায়। মানে আপনার স্কিন দ্রুত এটিকে টেনে নেয় ভেতরে এবং এর আপনি প্রধান পাঁচটি বেনিফিট পাবেন।how to become fair naturally and permanently )

১ নম্বর হলো ব্রাইটনেস কিংডম আপনার স্কিনকে উজ্জ্বল করবে। 

২ নাম্বার হল আপনার স্কিন নারিসিং করবে। 

৩ নাম্বার হল ন্যাচারাল গ্লো প্রদান করবে আপনাকে যেটা চিরস্থায়ী হবে। 

৪ নাম্বার হল আপনাকে পলিউশন থেকে বাঁচাবে আপনার স্ক্রিনকে। 

৫ নাম্বার হলো এটি খুব দ্রুত স্কিনে প্রবেশ করে যায়। 

তো এটি হলুদ এবং অ্যালোভেরা গুনাগুনের সাথে এনরিস্ট মানে সমৃদ্ধ। এটা সব রকম স্কিন টেবের লোকেরাই ব্যবহার করতে পারেন কোন সমস্যা নেই। কোন সমস্যা হবে না কেন বলছি কারণ হলুদ আপনার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার স্ক্রিনকে উজ্জ্বল করবে। আর অ্যালোভেরা আপনার স্কিনের ব্লাড ফ্লোকে বুস্ট করবে এবং আপনার স্কিনটোন' কে ঠিক করবে এজন্য ৩ থেকে ৫ ড্রপ নিয়ে নিন এই সিরাপ এবং আপনার পুরো ফেসে মেসেজ করুন। ইনক্লুডিং আপনার নেক এরিয়া মানে ঘাড় এরিয়া আপনি মেসেজ ততক্ষণ করুন যতক্ষণ না এটি আপনার ভালো করে এবর্জব না হয়ে যায়। এটা SLS ফ্রি এবং প্যারাবেন ফ্রি তাই আপনার স্ক্রিনে কোনো ক্ষতি করবে না। আর এই সিরামে এমিটোস থ্রি জিএ আছে যেটে ভিটামিন সি স্পিসিফিক এক্সট্রাক্ট। যদি আপনার অ্যান্টি-এজিং থেকে আপনাকে বাঁচাবে আর স্কিনকে টাইট রাখায় হেল্প করবে। how to get fair skin for teenager boy )

৫। Yellow Teeth Hack ( হলুদ দাঁতের সমস্যা ) : হলুদ দাঁতের সমস্যা এটাও এক কেমন কমন প্রবলেম যেটা প্রায় সবাই ভোগে। এর সবথেকে প্রধান কারণ হলো জাঙ্কফুড, ব্যাড হেবিটস বা দাঁতের ঠিক ভাবে খেয়াল না রাখলেও হয় এটি। এর জন্য সবার প্রথমে আপনি আপনার ডেন্টাল হাইজিনকে শোধরান আর আপনার খারাপ অভ্যাস কে দূর করুন। যদি সলিউশনের কথা বলি যদি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার যখনই ব্রাশ করবেন তখন আপনার কলগেটের সাথে বেকিং সোডা অ্যাড করে নেন। আর যদি এটাকে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করে নেন আপনার দাঁতে। বেকিং সোডা একটি এমন জিনিস যেটি আমাদের দাঁতের হলদেটে ভাব দাগ দূর করে দেয়। এর থেকে আপনি একদম ইন্সট্যান্টলি রেজাল্ট পাবেন না। ধীরে ধীরে করতে থাকবেন দেখবেন ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনি এর ফলে। how to make your skin white permanently )

৬। Unwanted Facial Hair Hack ( আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার হ্যাক ) : আমাদের মুখে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত চুল থাকে আর এটাকে তেমন কেউ খেয়াল দেয় না। যেমন আমাদের না থেকে বেরোনো হেয়ার যেটা একদমই দেখতে অনেক বাজে লাগে। ওটিকে আপনি কাচি দিয়ে কেটে ফেলবেন। আবার অনেক লোকের কান থেকে অতিরিক্ত হেয়ার বের হয় ওটা তো আরো দেখতে বাজে লাগে। তো ওটাকেও আপনি ভালভাবে পরিষ্কার করবেন কাচি দিয়ে।  এছাড়াও দাড়ির নিচে যে চুলগুলো থাকে গুলোকে ভাল করে পরিষ্কার করে একটা সেপে রেখে ক্লিন করবেন। কেননা ওখানে অতিরিক্ত চুল দেখতে অনেক ugly লাগে খারাপ লাগে। আর একদম শেষে যখন আপনি জামা পরেন আর শার্টের একটা বোতাম খোলা থাকে ওই সময় আপনার যে বুকের অতিরিক্ত চুল মাথা উঁচিয়ে থাকতে দেখা যায় ওটিকেও আপনি ট্রিম করবেন।how to make your skin white permanently in one day )

পরিশেষে আসি আমাদের post এর বোনাস টিপে। চোখ ফুলে থাকা বা চোখের নিচের দাগ সার্কেল দূর করার জন্য আপনি দুটি স্টিলের চামচ নিয়ে নিবেন। ওটিকে ফ্রিজে রেখে দেবেন তারপর নেক্সট ডে ওই ঠান্ডা চামচ আপনার চোখের নিচে লাগাতে হবে। আসলে ঠান্ডা স্টিল আপনার চোখের নিচে ব্লাডের শিরা-উপশিরার রিল্যাক্স প্রদান করে আর আপনার চোখ ফুলে থাকা ভাবকে ধীরে ধীরে কমতে থাকে। সেকেন্ড যদি আপনার চোখের নিচের দাগ সার্কেল থাকে তাহলে সবথেকে জবর্দশ সলিউশন এটা হল যে আপনি একটি ভিটামিন-ই এর ক্যাপসুল নিয়ে ওর তেল বের করে নিবেন আর এর সাথে অর্ধেক চামচ অ্যালোভেরা জেল বা যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে কোকোনাট অয়েল ও মিক্স করতে পারেন। এটাকে প্রতিদিন ৩০ মিনিটের জন্য আপনি আপনার চোখের নিচে লাগাবেন। এর মধ্যে এন্টি-অক্সিডেন্ট আর অ্যান্টিইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকার কারণে এটা ডার্ক সার্কেল কে খুব সহজে দূর করে দেবে। আজকে এ পর্যন্তই। এই post টি আমাদের কতটুকু উপকারে এসেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। সামনে এরকম আরো helpful বিষয় নিয়ে আলোচনা করবো সেজন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য। permanent skin whitening at home )

আরো জানুন :


Post a Comment

0 Comments