Ticker

6/recent/ticker-posts

Header Ads Wigete

পেট ব্যাথা কমানোর ঘরোয়া উপায় | What to do if you have a sudden stomach ache

হঠাৎ পেট ব্যথার কারণ


হঠাৎ পেটে ব্যাথা, বুঝতে পারছেন না এটি গ্যাস্ট্রিক নাকি অন্যকিছু। কি ওষুধ খাবেন, কার কাছে যাবেন তাও বুঝতে পারছেন না। পেটে ব্যাথা সঠিক স্থান ধরনধারণ সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা তো আছেই, প্রথমে খেয়াল করতে হবে উপরে ব্যথা হচ্ছে না তলপেটে ব্যাথা কোনদিকে ছড়াচ্ছে। কামড়ে ধরে আছে নাকি, চিন চিন করছে না জ্বালা করছে সঙ্গে বমি, অরুচি, পায়খানার সমস্যা ইত্যাদি আছে কিনা, কোন কিছু খেলে বাড়ে নাকি, খালি পেটে বাড়ে। পেটে ব্যাথা এমন ই এক অসুখ যা দেখা দিতে পারে একদম হুট করে। কোন কাজ করছেন কিংবা শুয়ে আছেন হঠাৎ শুরু হলো পেটে ব্যাথা।

বেশিরভাগ সময় এই ব্যাথা সহনীয় পর্যায়ে থাকলেও কখনো কখনো তা অসহ্য হয়ে ওঠে। পেটে ব্যথার প্রতিকারের আগে এর কারণ জানা জরুরী। ব্যাথার ধরন দেখে বুঝে নিন এই পেটে ব্যথার কারণ কি হতে পারে। নানা কারণেই হতে পারে পেটে ব্যাথা। এক এক কারণে ব্যথা এক এক জায়গায় হয়, তাই কোন কোন কারণে পেটে ব্যথার ধরন কেমন হয় তা জেনে নেওয়া জরুরী। তো চলুন জেনে নেওয়া যাক...


পেট ব্যাথা কমানোর ঘরোয়া উপায় | What to do if you have a sudden stomach ache


পেটে ব্যথা হওয়ার কারণ

১। পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক সমস্যায় পেটে ব্যথা হয়। সেক্ষেত্রে এই ব্যাথা পেটের উপরের মাঝখান দিয়ে শুরু হয়। পেটে চিনচিনে কখনো জ্বালা-পোড়ার মতো ব্যথা হয়। এর সঙ্গে থাকে টক ঢেকুর, বমি ভাব অনেক সময় খুব ঘাম হতে পারে। 

২। অগ্নাশয়ে প্রদাহের জন্য ব্যাথা হলে তা হবে পেটের উপরে খানিক বা-দিকে ঘেঁষে। এই ব্যাথা খুব তীব্র হয় আর পিছন দিকে অনুভূত হতে পারে, এর সঙ্গে বমি ভাব থাকতে পারে।

৩। কিডনিতে পাথর বা কোনো সংক্রমনের কারনেও পেটে ব্যাথা হয়। সেক্ষেত্রে ব্যাথা হয় যে কিডনিতে ব্যাথা হয়েছে সেই কিডনির দিকের পেটের উপরের অংশে আর পিছন দিকে। ব্যাথাটা নামে ক্রমেই তলপেটের দিকে। এই ব্যাথা খুবই তীব্র হয়, আবার মাঝে মাঝে ব্যাথা ছেড়ে যায় আবার শুরু হয়। তার সঙ্গে বমি ভাব আর জ্বর আসতে পারে। 

৪। পেটে খুব ব্যথা হয় যদি এপেন্ডিসাইটিস হয়ে থাকে তাহলে। এক্ষেত্রে নাভির মাঝখান থেকে ব্যাথা তলপেটের দিকে ছড়িয়ে পড়ে। সেখানে আপনি যদি হাত দিয়ে টেপেন তাহলে তীব্র চিনচিনে ব্যাথা অনুভব করবেন।

৫। মেয়েদের ক্ষেত্রে জরায়ু বা ডিম্বাশয়ের নানা সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রেও কিন্তু খুবিই পেটে ব্যাথা হয়। তখন তলপেটের ব্যথা সঙ্গে প্রসাবে জ্বালাপোড়া হতে পারে সঙ্গে আসতে পারে হালকা জ্বর। 

৬। যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তো পেট ব্যাথা সম্ভাবনা খুবই বেশি। এক্ষেত্রে পেট জুড়েই ব্যাথা হয় আর পেট অনেকক্ষণ ভার ভার মনে হয় কিছু করেই শান্তি মিলে না। 

৭। যদি কোনভাবে ফুড পয়জনিং বা বদহজম হয় তার থেকেও পেট ব্যথা হওয়া স্বাভাবিক। আর সাধারন আমাসা হলে তো তল পেটের নাভির কাছে তীব্র চিনচীনে ব্যাথা হয় সে কথা তো আমরা সবাই জানি। 

৮। অন্ত্রে ক্যান্সার হলেও পেটে ব্যথা হয়। এর সঙ্গে ওজন হ্রাস, রক্তশূন্যতা, দুর্বলতা তো থাকেই। আপনি খুব ঘেমে যেতে পারেন।


পেট ব্যাথা কমানোর ঘরোয়া উপায় | What to do if you have a sudden stomach ache


হঠাৎ পেটে ব্যথা হলে করনীয়

 এবার জেনে রাখুন এর জন্য কি করবেন? যদি আপনি বোঝেন যে আপনার ব্যথাটা কি গ্যাসের ব্যথা তাহলে কিন্তু আপনি গ্যাসের ওষুধ খেতে পারেন, এছাড়া কোন ভাল সিরাপ খেতে পারেন। এগুলো করলে গ্যাস্ট্রিক এর ব্যাথা খানিক কমতে পারে। যদি আমাশয় থেকে ব্যাথা হয় সেক্ষেত্রে আপনি ওষুধ খেয়ে নিতে পারেন আর সঙ্গে অল্প অল্প করে লবণ চিনির জল খেতে পারেন, ইসুবগুলের ভুষি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য হবে না খুব একটা তাই পেট ব্যাথার হবে না। 

পেটে ব্যথার কারণ যদি সাধারন গ্যাস্টিক না হয় তবে ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ খান আর নিয়মিত চিকিৎসার মধ্যে থাকা খুব দরকার। যদি পেট ব্যথার সঙ্গে বমি, জ্বর আসে তাহলে তা চিন্তার। পেটে ব্যাথা হলে উপশমের জন্য অল্প অল্প করে গরম জল খেতে পারেন হট ব্যাগ গরম করে পেটের উপর দিয়ে রাখতে পারেন এতেও উপকার হয়। পেটের ব্যাথা কমাতে হলে সবার আগে ঝাল মসলাদার খাবার খাওয়া কমান। নিয়মিত শরীর চর্চা করুন আর ওজন ঠিক রাখুন ব্যাথা এমনিতেই অনেক কম হবে। 

এছাড়া পেটে ব্যাথা কমাতে ঘরোয়া তিনটি উপায় জেনে রাখুন 

পেটে ব্যথা বেশি হলে চিকিত্সকের কাছে অবশ্যই যেতে হবে তবে প্রাথমিকভাবে ব্যাথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায়ে মেনে চলতে পারেন। তো চলুন ঘরোয়া উপায় জেনে নেওয়া যাক 

১। আদা : পেটের ব্যাথা কমাতে আদা ব্যবহার করতে পারেন। আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান এটি প্রদাহ কমাতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায়। পেট ব্যাথা কমাতে আদা চা পান করতে পারেন। আদা চা বানাতে এক কাপ গরম জলের মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে ফোটান। এর মধ্যে সামান্য মধু দিন এরপর থেকে পান করুন এছাড়া আদার কুচিও চিবোতে পারেন। 

২। হলুদ : হলুদ এর মধ্যে রয়েছে কারকিউমিন। এটি প্রদাহ কমাতে কাজ করে, পরিপাক ভালো করতে সাহায্য করে। এক গ্লাস বা দুই গ্লাস জলের মধ্যে হলুদ দিয়ে গরম করুন দিনে দুইবার এটি পান করুন এছাড়া ৪০০ থেকে ৬০০ মিলি গ্রাম কারকিউমিন সাপ্লিমেন্ট দিনে তিনবার খেতে পারেন।

৩। গরম জলের ছ্যাঁক : দ্রুত পেটের ব্যাথা কমাতে গরম জলের ছ্যাঁক খুব কার্যকর। এটি পেটের ব্যাথা কমাতে ও পেশি শিথিল করতে কাজ করে। একটি হট ব্যাগে গরম জল ভরে ৫ থেকে ১০ মিনিট রাখুন। প্রয়োজনে পুনরায় পদ্ধতিটি আবার করুন এছাড়া গরম জল দিয়ে স্নান করুন এটিও ব্যাথা কমাতে কাজ করবে। 

তবে গরম জল ছ্যাঁক নেওয়ার সময় একটু সতর্ক থাকবেন না হলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যেগুলো বললাম সেগুলো অনুসরণ করুন তাহলে পেটে ব্যাথা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। লেখাটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। এতক্ষন সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পোষ্ট ট্যাগ :

পেট ব্যাথা হলে কি খাওয়া উচিত, পেটে ব্যথা কমানোর ওষুধ, পেটের মাঝখানে ব্যথার কারণ, হঠাৎ পেট ব্যথার কারণ, পেটের ডান পাশে ব্যথা কমানোর উপায়, পেট ব্যাথা কমানোর ঘরোয়া উপায়, গ্যাস্ট্রিক পেট ব্যাথা, মেয়েদের পেট ব্যাথা কমানোর উপায়, পেট ব্যাথার ট্যাবলেট এর নাম, পেটে গ্যাসের ব্যথা কমানোর উপায়, পেট ব্যাথা কমানোর উপায় দোয়া, পেট কামড়ানো ঘরোয়া চিকিৎসা, পেটে ব্যথা বমি বমি ভাব,

আরো জানুন :



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ